ঐতিহ্য বহনকারী কিছু জ্বীনের মসজিদ

সত্যি কি জ্বীনের মসজিদ বলে কিছু আছে নাকি ভূয়া। তবে যাই থাক মানুষে এসব মসজিদকে জ্বীনের মসজিদ বলে আঁখ্যা দিয়ে থাকেন। আসুন জেনে নেই সে রকম ...

সত্যি কি জ্বীনের মসজিদ বলে কিছু আছে নাকি ভূয়া। তবে যাই থাক মানুষে এসব মসজিদকে জ্বীনের মসজিদ বলে আঁখ্যা দিয়ে থাকেন। আসুন জেনে নেই সে রকম কিছু জ্বীনের মসজিদ সম্বন্ধে। লক্ষীপুরের রায়পুর শহরের দেনায়েতপুরে জ্বিনের মসজিদ বেশ বিখ্যাত, সত্যি কি জ্বীনের মসজিদ আছে নাকি ভূয়া। তবে যাই থাক মানুয়ে এসব মসজিদকে জ্বীনের লক্ষীপুরের রায়পুর শহরের দেনায়েতপুরে জ্বিনের মসজিদ,এছাড়াও শরীয়ত জেলার গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামে অবস্থিত জ্বীনের মসজিদ আছে।
এই সব মসজিদটিকে এলাকাবাসী ‘জ্বীনের মসজিদ’ নামে চিনে থাকে। নামকরণের ক্ষেত্রে জ্বীনতাত্ত্বিক কারণও রয়েছে। জানা যায়, মসজিদ গুলে কোনো মানুষের নকশায় শ্রমিকের ঘামে গড়ে ওঠেনি। অলৌকিকভাবে একরাতের মধ্যে গড়ে উঠেছে মসজিদটি। তাই স্থানীয়রা এর নাম দিয়েছে ‘জ্বীনের মসজিদ’। এই মসজিদ কে ঘিরে এলাকাবাসীর মধ্যে রয়েছে নানা কাহিনী। 



প্রচলিত ধারণা, আনুমানিক দুইশ’ বছর আগে কোন এক রাতে অলৌকিকভাবে গড়ে ওঠে একটি মসজিদ। আগের দিন পর্যন্ত যেখানে ছিল অথৈ পানি। একরাতের মধ্যে পানির ভিতর মাটি ফেলে কারুকার্যখঁচিত একটি মসজিদ নির্মাণ করা কোন মানুষের পক্ষে সম্ভব নয়। নিশ্চয়ই এটা জ্বীনের কাজ। 

স্থানীয় প্রবীণরা দাবি করেন, সম্ভবত দুইশ’ বছর আগে একরাতে জ্বীনেরা এ মসজিদের কাজ শুরু করে। ভোররাতের দিকে পার্শ্ববর্তী বাড়ির একজন মাছ ধরতে গেলে জ্বীনেরা সেখান থেকে চলে যায়। এজন্য কিছু কাজ অসমাপ্ত থেকে যায়। এখন পর্যন্ত সেভাবেই আছে।

মসজিদটি নির্মিত হওয়ার পর প্রায় ৫০-৬০ বছর কেউ সেখানে নামাজ পড়তে যাননি। কারণ তার আশেপাশে তেমন বসতি ছিল না। যে দু’একটা ঘর ছিল, তারা ভয়ে মসজিদের কাছে যেত না। পরে বসতি বাড়ার সাথে সাথে কিছু মানুষ নামাজ পড়তে যেতে থাকে। তখন নামাজের সময় কিছু অপরিচিত মানুষ অংশগ্রহণ করতো বলে কথিত রয়েছে। প্রায় একশ’ বছর পর মসজিদের কিছুটা সংস্কার করা হয়। তবে ছাদের ওপর ওঠার সাহস এখনো কেউ দেখাননি। সেখানকার সব ধর্মের মানুষ এই মসজিদটিকে অত্যান্ত শ্রদ্ধা এবং তাদের ঐতিহ্য হিসেবে দেখে থাকে।



পাঁচ কাঠা জমির ওপর স্থাপিত চতুর্ভূজ আকৃতির মসজিদটি এক গম্বুজবিশিষ্ট। মসজিদের ভেতরে নামাজের জন্য তিনটি কাতার বা লাইন দাঁড়াতে পারে। প্রতি লাইনে কমপক্ষে দশজন দাঁড়াতে পারে। মসজিদে এখনো নির্দিষ্ট কোন ইমাম নেই। বা কেউ মসজিদের অভ্যন্তরে অবস্থান করে না। একা একা কেউ নামাজও পড়তে আসেন না। বিশেষ করে জোহর ও এশার নামাজ পড়তে এখনো ভয় পান মুসল্লিরা। বর্তামানে অনেক কৌতুহলী মানুষ মসজিদটিকে দেখতে আসে।তাই মসজিদ কে ঘিরে জ্বিন তাত্বিক ভয় অনেকটা কেটে গেছে। 

প্রাচীন এই মসজিদটি দেখতে হলে আপনাকে যেতে হবে শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামে।

COMMENTS

নাম

অনলাইনে আয়,1,ইতিহাস,11,উপন্যাস,1,এক্সক্লুসিভ খবর,14,এলিয়েন রহস্য,3,কবিতা,3,কৌতুহলী,12,খাবার,19,গল্প,1,গুরুত্বপূর্ণ স্থান,2,ছবি,15,জীবনযাপন,16,জীবনী,12,টিপস অ্যান্ড ট্রিকস,11,পিডিএফ,3,প্রযুক্তি আলো,20,ফ্রিল্যান্সিং,8,বই,3,বিজ্ঞান,13,বিলভ ইট অর নট,12,বৃক্ষ,1,ভিডিও,4,ভেষজ,1,ভ্রমন,1,রহস্য,12,লাইফ টিপস,16,লেখাপড়া,4,সন্ধানী আলো,31,সাইন্স ফিকশন,1,সাধারণ জ্ঞান,9,সাপ্তাহিক সেরা পোস্ট,9,সাহিত্য,7,সেরা পোস্ট,8,স্বাস্থ্য কথা,36,স্মৃতি,11,Believe it or not,10,Curiosity,11,eBook,3,Education,4,Exclusive news,13,Freelancing,8,General knowledge,9,Health tips,35,History,10,Lifestyle,16,Light ferret,29,Literature,7,Mystery,11,Picture,15,Science,11,Technology,20,Tips & tricks,11,Top of the week,9,Video,4,
ltr
item
আলোর সন্ধানী : ঐতিহ্য বহনকারী কিছু জ্বীনের মসজিদ
ঐতিহ্য বহনকারী কিছু জ্বীনের মসজিদ
http://s3.amazonaws.com/somewherein/pictures/shadathosain/shadathosain-1474524934-8d33513_xlarge.jpg
আলোর সন্ধানী
http://alorsondhani.blogspot.com/2016/09/blog-post_57.html
http://alorsondhani.blogspot.com/
http://alorsondhani.blogspot.com/
http://alorsondhani.blogspot.com/2016/09/blog-post_57.html
true
3238174760204916817
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy